Site icon Jamuna Television

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে ও দুপুরে পানি ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমে যাওয়ায় বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে।

বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল সোমবার (১৯ জুন) লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। এতে ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় দেখা দেয় বন্যা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ, গোকুন্ডা ইউনিয়নের ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি ওঠে। এতে ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে যায়।

এদিকে, ডালিয়া ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড।

ইউএইচ/

Exit mobile version