সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রউফ নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত দিনমজুর আব্দুর রউফ (৪২) বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম জানান, পুটিমারী বিলে রফিকুল ইসলাম সরদারের মৎস্য ঘেরে কাজ করছিলেন সাতজন শ্রমিক। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটে। এ সময় আব্দুর রউফের হাতে থাকা কোদাল ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের কিছু অংশ পুড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতের এ ঘটনাটি ঘটেছে। তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। আব্দুর রউফ ঘটনাস্থলেই মারা গেছেন।
ইউএইচ/

