জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ফেনসিডিল পাচারকালে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ওই মোটরসাইকেল চালক ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো এক ট্রাকের ধাক্কায় মারা যান তিনি।
মঙ্গলবার (২০ জুন) ভোরে জয়পুরহাট বগুড়া বাইপাস সড়কের শকুনা চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মোটরসাইকেল চালকের নাম আমিরুল (৩২)। তার বাড়ী দিনাজপুরের বিরামপুর উপজেলায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মোটরসাইকেল চালক ফেনসিডিল নিয়ে বিরামপুর থেকে পাঁচবিবি হয়ে পুরোনাপৈল বাইপাস হয়ে বগুড়া বা অজ্ঞাত স্থানে যাওয়ার পথে শকুনা চারমাথা এলাকায় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, ওই মোটরসাইকেল চালকের পিঠে একটি কালো ব্যাগে ৩৭ বোতল ফেনসিডিল ছিল। এ ঘটনায় নিহতের পরিবারকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে সে মাদক কারবারি।
ইউএইচ/

