Site icon Jamuna Television

৫৮ বার রক্তদান করায় যমুনা টিভির প্রতিনিধিকে সংবর্ধনা

পাবনা প্রতিনিধি
পাবনার কাশিনাথপুরে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রীন ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে যমুনা টিভির প্রতিনিধি সনম রহমানসহ স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সর্বোচ্চ ৫৮ বার স্বেচ্ছায় রক্তদান করে অসুস্থ মানুষের কল্যাণে মানব সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় যমুনা টিভির সাংবাদিক সনম রহমানকে এই সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে অনুষ্ঠানে বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে দেওয়া হয় সম্মাননা।

সোমবার বিকাল কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজ চত্বরে আয়োজিত এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইন্ডিপিন্ডেট টিভির এসাইনমেন্ট এডিটর পারভেজ খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা জজ শেখ শাহিদুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ রোখসানা খানম।
বক্তব্য দেন সাংবাদিক আলাউল হোসেন, আমিনুল ইসলাম জুয়েল প্রমূখ। সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version