অ্যাশেজ: বার্মিংহ্যামে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেলো অজিরা

|

ইএসপিএন ক্রিকইনফো থেকে নেয়া ছবি।

ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে চলমান অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখেই শ্বাসরুদ্ধকর এ ম্যাচে জয় পায় অজিরা।

মঙ্গলবার (২০ জুন) বার্মিংহ্যাম টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে করতে হতো ১৭৪ রান। সে লক্ষ্যে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১২১ রানে চতুর্থ উইকেটের পতন হয় তাদের। ২০ রান করে ফেরেন স্কট বোল্যান্ড। ইনিংস লম্বা করতে পারেননি ট্র‍্যাভিস হেড ও ক্যামেরন গ্রিন।

তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার উসমান খাওয়াজা। তার ৬৫ রানের ইনিংসে কিছুটা স্বস্তি পেলেও জয় নিশ্চিত করে যেতে পারেননি তিনি। শেষ দিকে ইংলিশ পেসারদের তোপে ম্যাচটা প্রায় হাত ফসকে বেরিয়েই গিয়েছিলো অস্ট্রেলিয়ার। ৮ উইকেট হারানোর পর লক্ষ্যটা তখনও বেশ খানিকটা দূরে। এমন বিপর্যয়ে হাল ধরলেন অধিনায়ক প্যাট কামিন্স। টেলএন্ডার নাথান লায়নকে সঙ্গে নিয়ে খেললেন ক্যাপ্টেন্স নক। জয় নিশ্চিত করা পর্যন্ত কামিন্স অপরাজিত ছিলেন ৪৪ রানে আর নাথান লায়ন টিকে ছিলেন ২৮ বলে ১৬ রানে। 

এর আগে, ৩৯৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩৮৬ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৭৩ রানে অলআউট হলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট দাড়ায় ২৮১ রানের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply