Site icon Jamuna Television

ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সেনেগালের স্মরণীয় জয়

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারের লজ্জা পেলো ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে সাদিও মানের সেনেগাল।

মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে ৪-২ গোলে জিতেছে সেনেগাল। দুই দলের দ্বিতীয়বারের দেখায় প্রথম জয় পেল আফ্রিকার দেশটি। ২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সেনেগালের হয়ে এবার জোড়া গোল করেন দলটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

ম্যাচের ১১ মিনিটে লুকাস পাকেতার দারুণ হেডে লিড নেয় সেলেসাওরা। তবে ম্যাচের ২২ মিনিটেই সমতায় ফেরে সেনেগাল। হাবিব দিয়ালোর গোলে দারুণভাবে ম্যাচে ফেরে আফ্রিকার দেশটি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় সাদিও মানের দল। ৫২ মিনিটে সেনেগালের আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন মারকুনিয়োস। তিন মিনিট পর মানের অসাধারণ এক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

৫৮ মিনিটে মারকুনিয়োস সেনেগালের জালে বড় জড়ান। বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল, কিন্তু গোলের দেখা আর পায়নি তারা। যোগ করা সময়ে স্পট কিকে সেনেগালের চার নম্বর গোলটি করেন মানে। নিকোলাস জ্যাকসনকে ব্রাজিলের গোলরক্ষক এডেরসন ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদিও মানেরা।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরে তিন ম্যাচ খেলে দুটি হারলো ব্রাজিল।

ইউএইচ/

Exit mobile version