কারাদণ্ড এড়াতে কর ফাঁকি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ স্বীকার করে নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এ সংক্রান্ত একটি চুক্তিপত্র তৈরি করেছেন তার আইনজীবী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ডেলাওয়ারের অ্যাটর্নির মাধ্যমে জমা দেয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। দোষ স্বীকারের পাশাপাশি মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে চিকিৎসা গ্রহণ এবং নজরদারিতে থাকার বিষয়েও অঙ্গীকার করতে হবে ৫৩ বছর বয়সী হান্টারকে।
এক বিবৃতিতে তার আইনজীবী বলেন, মাদকাসক্তির কারণে করা ভুলের দায় স্বীকার করে নেয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন হান্টার। বাইডেনের পুত্র বিনাশর্তে মুক্তি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে পুরো বিষয়টি নির্ভর করছে মামলা পরিচালনাকারী বিচারপতির অনুমোদনের ওপর। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে বাইডেনপুত্রের।
হান্টার ঠিকঠাক মতো আয়কর দিয়েছেন কিনা এবং ২০১৮ সালে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন কিনা তা নিয়ে গত পাঁচ বছর ধরে বিচার বিভাগীয় তদন্ত চলছে। তার সব দোষ স্বীকার করে নেয়ার মধ্য দিয়ে দীর্ঘ ওই তদন্তের অবসান হতে চলেছে।
ইউএইচ/

