Site icon Jamuna Television

ইন্টার মায়ামির জার্সিতে মেসির অভিষেক ২১ জুলাই

নতুন ক্লাব ইন্টার মায়ামিতে মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে মায়ামির জার্সিতে মেসির অভিষেক হবে ২১ জুলাই। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের সার্ভিস পাবে মায়ামি। এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ড।

২১ জুলাই ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর দল ক্রুস আসুল। যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্স ক্লাবগুলির মধ্যে হয়ে থাকে বাৎসরিক এই প্রতিযোগিতা। ইন্টার মায়ামির সাথে এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও ডেভিড বেকহ্যামে যোগ দেবার খবর নিশ্চিত করেছেন মেসি নিজেই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই মুহূর্তে মেসির ওয়ার্ক পারমিট ও ভিসা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। মায়ামি হেরার্ল্ডের খবর অনুযায়ী, বাৎসরিক ৫ থেকে ৬ কোটি ডলারের পারিশ্রমিকে দুই বছরের চুক্তি করবেন মেসি।

মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়ার ঘোষণার পরপরই এক ধাক্কায় দলটির টিকেটের দাম বেড়ে যায় ১ হাজার ৩৪ শতাংশ। তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১০ লাখ থেকে বেড়ে হয়েছে ৮০ লাখ।

ইউএইচ/

Exit mobile version