এবার কলম্বিয়ার কাছেও হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। মঙ্গলবার রাতে তুরস্কতে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কোনো গোল করতে পারেনি জার্মানরা। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
লাতিন আমেরিকার দলটির হয়ে একটি করে গোল পেয়েছেন লিভারপুলের লুইস দিয়াজ ও য়্যুভেন্টাসের হুয়ান কুয়াদ্রাদো।
দু’দলের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। বিরতি থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই জালের দেখা পায় কলম্বিয়া। কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে লিডসূচক গোলটি করেন দিয়াজ। তাদের অন্য গোলটি আসে ম্যাচের ৮২ মিনিটে। কুয়াদ্রাদোর গোলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় কলম্বিয়ার।
আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জার্মানি। এ নিয়ে সবশেষ ৪ ম্যাচে জয়হীন তারা। গত মার্চে পেরুর বিপক্ষে জয়ের পর বেলজিয়ামের বিপক্ষে হারে ফ্লিক শিষ্যরা। পরের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে দলটি।
ইউএইচ/

