সিলেট ব্যুরো:
সিলেটের মানুষ সকালে দেরিতে ঘুম থেকে ওঠে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিলেটের মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। দুপুরের পর ভিড় বাড়বে।
বুধবার (২১ জুন) সকালে সিলেট সিটির ভোটে বন্দর বাজার এলাকার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী। ভোট প্রদান শেষে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কি না, এমন প্রশ্নে ক্ষেপে যান ড. এ কে আব্দুল মোমেন। পরে নির্বাচন বিষয়ে আরও প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ দেশের ভোট নিয়ে তাদের মাতব্বরির কিছু নেই।
/এমএন

