Site icon Jamuna Television

রাজশাহী-সিলেটের নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ আসেনি: ইসি রাশেদা

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বুধবার (২১ জুন) দুপুরে নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা ইসি থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি বেশ ভালো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি আরও বলেন, রাজশাহীর কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে কম ভোট পড়েছে। ইভিএমে কোনো সমস্যা হয়নি দাবি করে তিনি বলেন, রাজশাহীতে এক জায়গায় সমস্যা হয়েছিল, তা ঠিক করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। বিএনপি নির্বাচনে না থাকায় এবং ইসলামী আন্দোলন ভোট বর্জন করায় অনেকটাই নিরুত্তাপ দুই সিটির ভোটে। তবে কাউন্সিলরদের লড়াইয়ে ভোটের মাঠ কিছুটা জমবে বলে আশা করছেন ভোটাররা।

ইউএইচ/

Exit mobile version