সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে বিক্রি বা লিজ দিয়ে ক্ষমতায় থাকার ইচ্ছে আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেবো না। আর আমার দেশের মাটি ব্যবহার করে কেউ অন্য দেশকে আক্রমণ করবে, সেটা আমি হতে দিবো না।
বুধবার (২১ জুন) দুপুরে সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠের পর প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, জনগণ যদি ভোট দেয়, তাহলে আছি, না হলে নাই। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। দেশের উন্নয়ন যারা করতে পারবে, জনগণ তাদেরকেই ক্ষমতায় আনবে। আর দেশের উন্নয়নে কারা করছে, সচেতন নাগরিক তা জানে। আওয়ামী লীগের চাইতে কাউকে যদি ভালো মনে করে, তবে দেশের মানুষ তাদেরই ক্ষমতায় আনবে।
/এমএন

