প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবিতে গণমিছিল করেছে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। পদত্যাগ না করলে সিইসিকে আন্দোলন করে সরানো হবে বলে হুমকি দিয়েছে দলটি।
বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলের আগে সমাবেশ করে তারা। এ সময় দলটির আমির মুফতি রেজাউল করিম বলেন, অবিলম্বে সরকারকেও পদত্যাগ করে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশন শুরু থেকেই দলীয় কমিশন হিসেবে কাজ করছে। এজন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর মৃত্যু কামনা করেছেন।
এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, তাই ইসলামী আন্দোলন সব ধরনের নির্বাচন বর্জন করেছে বলেও জানান রেজাউল করিম।
সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের দিকে রওনা হয় দলটির নেতাকর্মীরা। কাকরাইল ঘুরে শান্তিনগর মোড়ে এলে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশের সাথে বাকবিতন্ডায় না গিয়ে সেখানেই কর্মসূচি শেষ করে তারা।
/এমএন

