Site icon Jamuna Television

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত নারী ‘এ’ দলের বিপক্ষে ৩১ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ নারী ‘এ’ দলের। ভারতের দেয়া ১২৮ রানের জবাবে চার বল বাকি থাকতেই মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় লতা মন্ডলের দল।

হংকংয়ে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান তোলে ভারত নারী এ দল। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন দিনেশ বৃন্দা। এ ছাড়া ২৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কনিকা আহুজা।

বাংলাদেশের হয়ে এ দিন দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার এবং সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। মূলত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লাগাম ছাড়ানো সংগ্রহে পৌঁছায়নি ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। দলীয় ১২ রানেই ওপেনার দিলারা আক্তারের উইকেট হারায় বাঘিনীরা। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করেন ৭ বলে ৫ রান। এরপর দ্রুত ফিরে যান আরেক ওপেনার সাথী রাণীও। তিনে আসা সোবহানা মোস্তারি চেষ্টা করেছিলেন দলের হাল ধরার। তার ব্যাট থেকে আসে দুই বাউন্ডারিতে ২২ বলে ১৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক লতা মন্ডলও পারেনি ব্যাট হাতে কিছু করতে। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ১৭ রান করে অপরাজিত থাকেন নাহিদা আক্তার।

ভারতের হয়ে ১৩ রান খরচায় চার উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। তিনটি উইকেট নেন মান্নাত ক্যাশপ।

/আরআইএম

Exit mobile version