ব্যাংক ঋণ পরিশোধে আবারও ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ মাসের মধ্যে ঋণের কিস্তির অর্ধেক টাকা জমা দিলেই গ্রাহককে খেলাপি হিসাবে চিহ্নিত করা যাবে না। এই সুবিধা মিলবে শুধু মেয়াদি ঋণের ক্ষেত্রে। অবশ্য ব্যাংক খাতের ১৫ লাখ কোটি টাকা ঋণের প্রায় অর্ধেকেই মেয়াদি ঋণ।
বাংলাদেশ ব্যাংক ২০ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ঋণ পরিশোধ না করেও খেলাপিমুক্ত ছিলেন গ্রাহকরা। চলতি বছরে এপ্রিল-জুন সময়ের জন্য আবারও সুবিধা দেয়া হলো।
বাংলাদেশ ব্যাংক বলেছে, বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হচ্ছে। এতে কাঁচামালসহ উপকরণ মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ঋণগ্রহীতারা কিস্তির সম্পূর্ণ অংশ পরিশোধে অসুবিধায় পড়েছেন। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ধরে রাখতে এই উদ্যোগ। সুবিধা নেয়া গ্রাহকদের কিস্তির বাকি অংশ ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে আদায় করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, নির্দেশনার ব্যতয় হলে এসব ঋণ যথানিয়মে খেলাপি করা যাবে।
/এমএন

