Site icon Jamuna Television

সংসদ অধিবেশন থেকে জাতীয় পার্টির ওয়াকআউট

ছবি: সংগৃহীত

ব্যাংক কোম্পানি আইন সংশোধন বিলের বিরোধিতা করে সংসদ অধিবেশন থেকে জাতীয় পার্টির এমপিরা ওয়াকআউট করেছেন।

বুধবার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, গত ১৪ বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ ৫ শতাংশ কমেছে। সরকারি তহবিল থেকে মূলধন নিতে হয় না রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। তাই আগের চেয়ে আর্থিক খাতের পরিস্থিতি ভালো। ফলে ৭ গুণ বেড়েছে আমানতের হার।

এর বিরোধিতা করে জাতীয় পার্টির এমপিরা বলেন, আইএমএফের শর্ত মেনে এই সংশোধনী আনা হয়েছে। এটি পাসের আগে আরও যাচাই-বাছাই প্রয়োজন।

তবে, জাতীয় পার্টির এমপিদের এ প্রস্তাব নাকচ করে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে জাতীয় পার্টি।

/এম ই

Exit mobile version