Site icon Jamuna Television

ফুটবলে আপনি জিতবেন, না হয় শিখবেন: ব্রাজিল কোচ

ছবি: সংগৃহীত

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ নিয়ে শেষ ৬ ম্যাচে ৪টিতেই হারের মুখ দেখলো সেলেসাওরা। ম্যাচ শেষে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস বলেন, সেনেগালের মোকাবিলায় অনেক কিছু শিখেছে তার দল। খবর আফ্রিকান টপ স্পোর্টসের।

মঙ্গলবার (২০ জুন) রাতে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লুকাস পাকেতার গোলে এগিয়ে যাওয়ার পরও ৪-২ গোলে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের বিপক্ষে লজ্জার হার হারতে হয়েছে ব্রাজিলকে। দুই দলের দ্বিতীয়বারের দেখায় প্রথম জয় পেল আফ্রিকার দেশটি। ২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সেনেগালের হয়ে এ ম্যাচে জোড়া গোল করেন দলটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

ম্যাচ শেষে ব্রাজিলের কোচ র‍্যামন মেনেজেস বলেন, সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। বড় ব্যবধানে হারলেও গোটা ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলের।

মেনেজেস আরও বলেন, ফুটবলে আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।

বিশ্বকাপের পর এ নিয়ে তিন ম্যাচ খেলে দ্বিতীয় হার দেখলো ব্রাজিল। বর্ণবাদবিরোধী প্রচারণার প্রথম ম্যাচে গিনিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। গত মার্চে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

/আরআইএম

Exit mobile version