Site icon Jamuna Television

বৈঠকে বসেছেন বি চৌধুরী-ড. কামাল

যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৈঠকে বসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠক করছেন তারা।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন যুক্তফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

এ দলগুলো এর আগেও একাধিকবার বৈঠকে বসেছেন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।

Exit mobile version