Site icon Jamuna Television

অবশেষে ভেসে উঠ‌লো দৌলতদিয়ার নিখোঁজ স্কুলছাত্র রবিনের মরদেহ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

নি‌খোঁ‌জের দীর্ঘ প্রায় ৩৩ ঘণ্টা পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানেলঘাট এলাকার পদ্মায় ভেসে উঠলো স্কুলছাত্র রবিনের মরদেহ।

বুধবার (২১ জুন) বিকাল ৬টার দিকে ভেসে ওঠা মর‌দেহ‌টি উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।

রবিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার রফিকের ছেলে। সে স্থানীয় বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র র‌বিন তার নানা বাড়ির ক্যানেলঘাট শাখা পদ্মা নদী‌তে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নে‌মে নি‌খোঁজ হয়। ওই সময় তার বন্ধুদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও তা‌দের সা‌থে উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিসকর্মীরা। ফায়ারসার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সারাদিন ও বুধবার সকাল থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। অবশেষে বুধবার বিকালে র‌বি‌নের মরদেহটি ভেসে উঠলে উদ্ধার ক‌রে পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় উদ্ধার অভিযান পরিচালনার সময় ডুবুরি দলের এক সদস্য অসুস্থ হয়ে পড়ে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, নি‌খোঁ‌জের প্রায় ৩৩ ঘণ্টা পর আজ বিকেল ৬টার সময় শিশুটির মরদেহ ভেসে ওঠে। প‌রে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটিএম/

Exit mobile version