Site icon Jamuna Television

প্রমোশনের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ চলছে

সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলছে। বুধবার (২১ জুন) দুপুর থেকে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে এই শিক্ষার্থীরা। সন্ধ্যায় শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ তুলে নিতে আলটিমেটাম দেয় পুলিশ।

শিক্ষার্থীরা জানান, সিজিপি’এর কারণে সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের অসংখ্য শিক্ষার্থীর প্রমোশন আটকে আছে। এ কারণে হতাশায় ভুগছেন তারা।

দীর্ঘদিন ধরে এই সমস্যাটি থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধান করছে না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত হচ্ছে। অতিদ্রুত এই সমস্যা সমাধান না করা হলে অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এটিএম/

Exit mobile version