Site icon Jamuna Television

সিলেটকে তিলোত্তমা, স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে চাই: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে জয়ের পর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বললেন, সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করে আধুনিক নগরী গড়বেন তিনি। বুধবার (২১ জুন) নির্বাচনের ফলাফলের পর তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

আনোয়ারুজ্জামান বলেন, আগামী দিনে সবার সুপরামর্শ নিয়ে, আমাদের প্রাণের শহর সিলেটকে তিলোত্তমা, স্মার্ট, সবুজ শহর হিসেবে গড়ে তুলতে চাই। তবে ফলাফল ঘোষানা শুরু হওয়ার পরই নির্বাচনকে প্রত্যাখ্যান করেন জাতীয় পার্টির প্রার্থী।

এর আগে, বিকেল থেকে কেন্দ্রের ফলাফল ঘোষনা শুরু হলে এক পর্যায়ে ব্যবধানেই নিশ্চিত হয় নৌকার জয়। তার পরই উচ্ছাসে ফেটে পড়েন আওয়ামীলীগ নেতাকর্মীরা। আনোয়ারুজ্জামান চৌধুরী হাত তুলে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এটিএম/

Exit mobile version