Site icon Jamuna Television

ঈদে এক সাথে মঞ্চ মাতাবেন অপু-বুবলি

বাঁ দিক থেকে অপু বিশ্বাস ও বুবলি

ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবনের গল্প কারও অজানা নয়। দু’জনের মধ্যে টানাপোড়েন থাকলেও এবার ঈদে তাদের দেখা যাবে একই মঞ্চে। এবারের ঈদুল আযহায় অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী।

প্রতিবারের মতো এই ঈদেও বিটিভিতে দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটির এবারের থিম ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’।

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি দেখা যাবে বিটিভিতে।

‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ডান্স। আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় দেখা যাবে এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন।

এছাড়া, প্রয়াত চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ।

এটিএম/

Exit mobile version