স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) খাল ও পুকুরের পানিতে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়।
নিহত মুস্তাকিম (৩) চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা এলাকার সৌদি প্রবাসী কবির মিয়ার ছেলে ও আহাদ মিয়া (৯) একই ইউনিয়নের মোদাফত পাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু মুস্তাকিম বুধবার তার মায়ের সঙ্গে নানাবাড়ি শ্রীনগরের ভেলুয়ারচরে বেড়াতে যায়। দুপুরে তার নানি শিশুটিকে নিয়ে এলাকার একটি বিলে ঘুরতে যান। সেখানে গোসল শেষে নাতিকে দেখতে না পেয়ে তিনি বাড়ি গিয়ে খোঁজ করেন। এর কিছুক্ষণ পর বিলের পানিতে নাতির মরদেহ ভেসে ওঠার কথা শোনেন। উদ্ধারের পর মুস্তাকিমের মরদেহ বাবার বাড়ি চরসুবুদ্ধিতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে চরসুবুদ্ধির মোদাফত পাড়া এলাকায় সাবেক হাইরমারা ইউপি চেয়ারম্যান বাবলার পুকুরে গোসল করতে নামে আহাদ মিয়া নামের এক শিশু। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয়রা পুকুর থেকে আহাদের লাশ উদ্ধার করেন।
শ্রীনগর ইউপি মেম্বার ফরিদ মিয়া ও চরসুবুদ্ধি ইউপি মেম্বার গাজীউর রহমান এ দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ইউএইচ/

