Site icon Jamuna Television

হত্যার হুমকি পেলেন হানি সিং

ইন্ডিয়া টাইমস থেকে সংগৃহীত ছবি।

প্রাণনাশের হুমকি পেয়েছেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার ও সঙ্গীত পরিচালক হানি সিং। আলোচিত গ্যাংস্টার গোল্ডি ব্রার এর থেকে এ হুমকি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বুধবার (২১ জুন) ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে হানি সিং বলেন, আমি আমেরিকায় ছিলাম। তখন আমার ম্যানেজারের কাছে কল দিয়ে হুমকি দেয়া হয়। ওরা আমাকেও মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। সত্যি বলতে আমি বেশ ভীত। আমার পরিবারের সদস্যরাও আতঙ্কিত।

হানি সিং আরও বলেন, পুলিশ কমিশনার স্যারের সাথে কথা বলেছি পুলিশকে অভিযোগ জানিয়েছি। ওনারা বলেছেন যে তদন্ত করবেন এ ব্যাপারে। আমার কাছে যা তথ্য-প্রমাণ ছিলো তার সবই পুলিশকে দিয়েছি। স্পেশাল সেলের মাধ্যমে হয়তো তদন্ত করা হবে বলে জানানো হয়েছে আমাকে। এবং তদন্ত চলাকালীন আমাকে খুব বেশি কিছু বলতে নিষেধ করা হয়েছে। এজন্য, আমার ফ্যান এবং অন্যান্য সবাইকে অনুরোধ করবো যেন তারা আমার জন্য প্রার্থনা করেন।

প্রসঙ্গত, গত বছর ২৯ মে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জনপ্রিয় পাঞ্জাবি র‍্যাপার ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। এ খুনে আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই সাথে গোল্ডি ব্রারও জড়িত ছিলেন বলে জানা যায়।

/এসএইচ


Exit mobile version