দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ গেল কমপক্ষে ৩ ফিলিস্তিনির। বুধবার গভীর রাতে চালানো হয় এ অভিযান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা জানায়, জেনিন শরণার্থী ক্যাম্পে হঠাৎ বেজে ওঠে সর্তকতামূলক সাইরেন। এরপরই একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গাড়ির ভেতর সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপন সূত্রে নিশ্চিত হওয়ার পরই স্লিপার সেলটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। নিহতরা সবাই জালামাহ্ শহরের হামলার সাথে জড়িত।
সোমবারই জেনিন শরণার্থী ক্যাম্পে ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবহর। তাতে প্রাণ যায় শিশুসহ ৭ ফিলিস্তিনির, আহত হন কমপক্ষে ৯০ জন।
ইউএইচ/

