চীনের ইয়ানশুন শহরে একটি রেস্তোরাঁয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ জুন) রাত ৮টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। খবর গার্ডিয়ানের।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে, তরল পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারে লিকেজ ছিল। বারবিকিউ করার সময় আগুন ধরাতেই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেডের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ৭ জন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
দেশটিতে তিন দিনব্যাপী ড্রাগন বোট ফেস্টিবল নামের একটি উৎসবের ঠিক আগে এমন দুর্ঘটনাটি ঘটলো। এ সময় বিভিন্ন বয়সী মানুষ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে মিলিত হন।
দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, শতাধিক মানুষকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। তবে, ঘটনাস্থলে থাকা অন্তত ২০টি গাড়ি আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে শেষ হয় উদ্ধারকাজ।
ইউএইচ/

