যখনই মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে তখনই আওয়ামী লীগ জয়ী হয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। কাজের মাধ্যমেই আওয়ামী লীগ দেশবাসীর ভোট পায়।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি বিএনপির কোনো মায়া নেই, মানুষ পুড়িয়ে মারাই তাদের চরিত্র। সন্ত্রাসীদের কেউ ভোট দেয়নি বলেই আগুন সন্ত্রাস করেছিল বিএনপি। বিএনপি মানেই সন্ত্রাসী, জঙ্গিবাদী দল।
তিনি বলেন, মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করেছে আওয়ামী লীগ। দেশের মানুষ যা কিছু পেয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই। আওয়ামী লীগের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। শত বাধা অতিক্রম করে আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পর নির্বাচন নিয়ে আর প্রশ্ন তোলার অবকাশ নেই। যেসব দেশ বাংলাদেশের নির্বাচনের বিষয়ে চিন্তিত তাদেরকে সিটি নির্বাচনগুলো দেখার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউএইচ/

