Site icon Jamuna Television

এখনই বাড়ছে না চিনির দাম, ঈদের পর বৈঠক: বাণিজ্যমন্ত্রী

চিনির দাম এখনই বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, ঈদের পর চিনির দাম বৃদ্ধির ইস্যুতে বৈঠক হবে। এর আগে যারা দাম বাড়িয়ে বিক্রি করছেন, তাদের বিষয়টি খতিয়ে দেখবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ‘আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানিতে ভ্যাট-ট্যাক্স বেশি। এ বিষয়ে এনবিআরের সাথে আলোচনা করা হবে। চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। এ সময় তেলের দাম কমেছে বলেও জানান তিনি।

এএআর/

Exit mobile version