সিরিয়ার উত্তরাঞ্চলে গোলাবর্ষণে শিশুসহ প্রাণ হারিয়েছেন ৩ বেসামরিক লোক। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর বার্তা সংস্থা এপির।
বুধবার (২১ জুন) বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশে এ হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রেসিডেন্ট আসাদ সমর্থিত সেনাবাহিনী ও রাশিয়া মিলে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশটির গ্রামগুলি লক্ষ্য করে গোলাবর্ষণ করে।
দেশটিতে এক দশক ধরে চলছে গৃহযুদ্ধ। চলমান সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়েছেন ৬০ লাখেরও বেশি বাসিন্দা। প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে বাস করছেন অন্তত ৫০ লাখ সিরীয়। অর্থনৈতিক অচলাবস্থার সাথে দেশটিতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।
ইউএইচ/

