ভারতের অন্তত ৭টি রাজ্য তীব্র তাপদাহে ভুগছে। রোগী ভর্তির জন্য হাসপাতালে পর্যাপ্ত সিট নেই। এমন অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
বুধবার উত্তর প্রদেশে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে ভারতের জাতীয় আবহাওয়া অফিস। এর মধ্যে, রাজ্যটিতে চরম বিদ্যুৎ সংকট রয়েছে। কোনো কোনো এলাকায় দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। যার ফলে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। রাজ্যটিতে তাপদাহে ১১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তাপদাহে বিহার রাজ্যে প্রাণ গেছে প্রায় অর্ধ-শতাধিক মানুষের। তবে স্থানীয়রা বলছেন, প্রকৃত সংখ্যা আরও কয়েকগুণ বেশি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ৭ রাজ্যের চিকিৎসক এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মন্দাভিয়া। এ সময় তিনি জরুরি পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।
এদিকে, ওড়িশা-ঝাড়খণ্ড-ছত্তিশগড়-অন্ধ প্রদেশ ও তেলেঙ্গানায়ও পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।
ইউএইচ/

