Site icon Jamuna Television

বিসিবির চাকরি ছাড়লেন জুলিয়ান ক্যালেফাতো

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির এই পদ থেকে ক্যালেফাতো পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ক্যালেফাতোর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। দেশে ফিরে তাকে সময় দিতে চান তিনি। এ কারণেই মূলত চাকরি ছেড়েছেন ইতালিয়ান বংশোদ্ভূত এই সাউথ আফ্রিকান। পুনর্বাসন কেন্দ্রের জন্য নতুন কাউকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।

ক্যালেফাতো চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যুক্ত হন। এর আগে আগস্ট থেকে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করেছেন।

খেলোয়াড়দের ইনজুরিতে সহায়তা করার জন্য গঠন করা হয়েছে ‘রিহ্যাব সেন্টার’। যার মধ্য দিয়ে ইনজুরি আক্রান্ত ক্রিকেটাররা দ্রুত সেরে উঠতে পারেন।

২০১৯ সালের আগস্টে প্রাথমিকভাবে দুই বছরের জন্য টাইগারদের ফিজিও হিসিবে বিসিবিতে যোগ দিয়েছিলেন জুলিয়ান ক্যালেফাতো। যা ২০২১ সালের নভেম্বরে শেষ হয়েছিল।

/আরআইএম

Exit mobile version