Site icon Jamuna Television

জেল থেকে যা বললেন আলভেজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। জামিনের আবেদনে করেও পাননি ৩৮ বছর বয়সী এই ফুটবলার। অবশেষে আটকের পাঁচ মাস পর ধর্ষণের ঘটনাসহ নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন আলভেজ। খবর মার্কার।

স্প্যানিশ সাংবাদিক মায়কা নাভারোকে জেলে বসে এক সাক্ষাৎকার দিয়েছেন আলভেজ। যেখানে তিনি অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী সেই নারীকে ক্ষমা করে দেয়ার কথা বলেছেন। পাশাপাশি পুরো ঘটনা নিয়ে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

আলভেজের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশক্লাবে তিনি এক নারীকে ধর্ষণ করেছেন। এরপর এ ঘটনায় ২০ জানুয়ারি তাকে গ্রেফতার করে বার্সেলোনা পুলিশ। বর্তমানে ধর্ষণের অভিযোগে আলভেজের বিচারকাজ চলছে।

জেল থেকে দেয়া সাক্ষাৎকারে ধর্ষণের অভিযোগ নিয়ে আলভেজ বলেন, আমি স্বেচ্ছায় কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না সে সজ্ঞানে আছে কিনা, রাতে তার ভালো ঘুম হয় কিনা। কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি।

আনা রোজা প্রোগ্রামের মায়কাকে সাক্ষাৎকার দেয়ার কারণ জানাতে গিয়ে আলভেজ আরও বলেছেন, এটা আমার প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার দিচ্ছি, কারণ আমি কী ভাবছি সেটা সবাইকে জানানোর সুযোগ আমি নিতে চাই। আমি আপনাদের জানাতে চাই সেদিন কী ঘটেছিল এবং বাথরুমে কী হয়েছিল। এখন পর্যন্ত ভীতিকর এক গল্পই সবাইকে শোনানো হয়েছে এবং আতঙ্কের কথা বলা হয়েছে। যা ঘটেছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনকি আমি যা করেছি তার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

/আরআইএম

Exit mobile version