Site icon Jamuna Television

রাজশাহীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪, একজনের কব্জি বিচ্ছিন্ন

আলতাফ হোসেন নামে একজনের কব্জি বিচ্ছিন্ন করে দেয় প্রতিপক্ষরা।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী সদরের খুলিপাড়া এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার (২২ জুন) বেলা একটার দিকে স্থানীয় আজিজ ও আলতাফ গ্রুপের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আলতাফ হোসেনের হাতে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করে দেয় প্রতিপক্ষরা। পরে বিচ্ছিন্ন অংশ পাশের জঙ্গলে ফেলে রাখে তারা।

পুলিশ জানিয়েছে, স্থানীয় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। তারই জেরে আজ দুপুরে নগরীর সাগরপাড়া মোড়ে আজিজ গ্রুপের লোকজন আলতাফ গ্রুপের মুকুলকে মারধর করে। পরে খুলিপাড়া মোড়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আলতাফের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় একজন নারীকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

এএআর/

Exit mobile version