Site icon Jamuna Television

রুশ অধিকৃত খেরসনের ব্রিজে মিসাইল হামলা কিয়েভের

খেরসনের ক্ষতিগ্রস্ত ব্রিজ।

ইউক্রেনের রুশ অধিকৃত খেরসন অঞ্চলের সাথে ক্রাইমিয়া উপদ্বীপের সংযোগকারী সেতুতে মিসাইল হামলায় চালিয়েছে কিয়েভ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (২২ জুন) রাতে সেতু লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেন খেরসনে নিযুক্ত রুশ কর্মকর্তা। ক্রাইমিয়ার ওই সেতুটি ইউক্রেনের মূল ভূখণ্ড ও ক্রাইমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে। যার আংশিক রাশিয়ার দখলে আছে।

কর্তৃপক্ষ বলছে, ব্রিজটির কিছু অংশ নষ্ট হলেও কেউ হতাহত হয়নি। সাময়িকভাবে সেতুর উপর দিয়ে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। হামলার বিষয়ে এখনও কিছু জানায়নি জেলেনস্কি প্রশাসন।

এসজেড/

Exit mobile version