Site icon Jamuna Television

মিরপুরের ইনডোরে বসানো হচ্ছে ফ্লাডলাইট

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের অনুশীলনের সুবিধার্থে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ফ্লাডলাইট স্থাপন করতে যাচ্ছে বিসিবি। গত সোমবার (১৯ জুন) থেকে কাজও শুরু হয়েছে।

ঈদুল আজহার পরই ফ্লাডলাইট স্থাপনের কাজ শেষ হবে। ছয়টি টাওয়ারে ৩টি করে মোট ১৮টি ফ্লাডলাইট বসানো হবে। এরপরই সেখানে রাতের বেলা অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।

এদিকে, বাংলাদেশে বর্ষা মৌসুমে বড় একটা সময় ক্রিকেটারদের অনুশীলনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এই বিড়ম্বনার একটা স্থায়ী সমাধানের উদ্যোগ গেলো বছর হাতে নেয় বোর্ড। বছরব্যাপী অনুশীলনের জন্য নির্বিঘ্ন সুবিধা করতেই তা বানানো হচ্ছে।

নিউজিল্যান্ডের আদলে মিরপুর একাডেমি মাঠে বসানো হচ্ছে ‘রিট্রাক্টেবল ছাদ’। প্রয়োজন হলে এই ছাদ নির্দিষ্ট সুইচের মাধ্যমে খুলে দেয়া যাবে। আবার বৃষ্টি আসলে তা বন্ধ করে বানানো হবে শ্যাড। বিসিবির একাডেমি মাঠে গত কয়েকমাস ধরেই এ নিয়ে কাজ চলছে।

/আরআইএম/এমএন

Exit mobile version