Site icon Jamuna Television

উস্কানির দায়ে ভারতে ৫ মানবাধিকার কর্মী গ্রেফতার

সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে ভারতে সাংবাদিক গৌতম নাভলাখাসহ পাঁচ স্বনামধন্য মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে নিষিদ্ধ ঘোষিত মাওবাদীদের সাথে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আটককৃতদের মধ্যে বাকিরা হলেন- সুধা ভরদ্বাজ, ভারাভারা রাও, ভার্মন গনজালভেস এবং আরুণ ফেরেইরা। এদের মধ্যে নাভলাখা ও ভরদ্বাজ গৃহবন্দি রয়েছেন।

সোমবার গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত চলে সমন্বিত অভিযান। দিল্লি, মুম্বাই, রাঁচি, হায়াদ্রাবাদ আর ফরিদাবাদ শহরে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় তাদের।

এছাড়া তল্লাশি চালানো হয় আইনজীবী, কবি, শিক্ষাবিদসহ বামপন্থি মতাদর্শে বিশ্বাসী আরও বেশ কয়েকজন মানবাধিকার কর্মীর বাসায়। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে পুনেতে দলিত সম্প্রদায়ের বিক্ষোভে উস্কানি দেয়ার প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে।

গত জুনে একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরও পাঁচ মানবাধিকার কর্মী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের নাগরিক সমাজ।

Exit mobile version