Site icon Jamuna Television

টাইটানিকের পাশে পাওয়া গেছে ৫টি ধ্বংসাবশেষ; মারা গেছে সবাই

টাইটানিক সাইটের চারপাশে ধ্বংসাবশেষের পাঁচটি বড় টুকরো শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। অভিযাত্রিকদের আর পাওয়ার আশা নেই বলে জানিয়েছে তারা। খবর বিবিসির।

শনাক্ত হওয়া ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে একটি নোজ কোন, প্রেসার হাল এবং একটি বড় ধ্বংসাবশেষ।

মার্কিন কোস্টগার্ডের ধারণা, মারাত্মক বিস্ফোরণে টাইটানের সকল ক্রু এতোক্ষণে মারা গেছেন। তারা নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে বিস্তারিত ঘটনা উদঘাটনে অনুসন্ধান চলবে।

এর আগে, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই ডুবোযানটির সন্ধান মিলেছে বলে দাবি করে মার্কিন কোস্টগার্ড।

রোববার টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় পর্যটকবাহী ডুবোযান-টাইটান। কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জোনস উপকূল থেকে রওনা দিয়েছিল টাইটান। সাগরের গভীরে ডুব দেয়ার পৌনে দু’ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণকারী জাহাজের সাথে সংযোগ হারিয়ে ফেলে। আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওশেনগেট’র প্রধান নির্বাহী স্টকটোন রুশ। অপরজন ফরাসি নাবিক পল হেনরি।

এটিএম/

Exit mobile version