Site icon Jamuna Television

একমাত্র আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে, এগিয়ে যাবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একমাত্র আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশকে সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের কথা চিন্তা করে। আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামায়াত আসলে দেশ ধ্বংস করবে।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এএআর/

Exit mobile version