Site icon Jamuna Television

পুয়ের্তোরিকোতে ঝড়ে নিহতের প্রকৃত সংখ্যা ৩ হাজার

যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোয় হারিকেন মারিয়ার আঘাতে নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ৩ হাজার। গত বছর সেপ্টেম্বরে বিধ্বংসী হারিকেনের তান্ডবে নিহতের নতুন এই সংখ্যা উঠে এসেছে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে।

প্রাথমিক পরিসংখ্যানে নিহতের সংখ্যা দেখানো হয়েছিল ৬৪ জন। সংশোধিত হিসেবে যা ৫০ গুণ বেড়ে গেছে। তদন্ত প্রতিবেদনের তথ্য মেনে নিয়েছে পুয়ের্তো রিকোর গভর্নর।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হতাহতের সংখ্যায় স্বচ্ছতা নিশ্চিতে পূর্ণ সমর্থন ছিল কেন্দ্রীয় সরকারের। হারিকেন মারিয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা না প্রকাশ করায় প্রায় এক বছর ধরেই সমালোচনার মুখে ছিল যুক্তরাষ্ট্র শাসিত দ্বীপটি।

৯০ বছরের মধ্যে ভয়াবহ এ ঝড়ে অবকাঠামোগত বিপর্যয় দেখে নিহতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করে আসছিলো বিশেষজ্ঞরা। এদিকে বিধ্বস্ত অবকাঠামো সংস্কারে এখনও লড়াই করে যাচ্ছে দ্বীপটি।

Exit mobile version