আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের পাঁচ আরোহীই মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন ১৯ বছর বয়সী ব্রিটিশ-পাকিস্তানি যুবক সুলেমান দাউদ। বাবা শাহাজাদা দাউদকে খুশি রাখতেই এই অভিযানে গিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছেন সুলেমানের ফুফু আজমি দাউদ। খবর বিবিসির।
সুলেমানের ফুফু আজমি দাউদ এনবিসি নিউজকে জানিয়েছেন, সুলেমান এই অভিযানে যেতেই চায়নি। শুধুমাত্র তার বাবাকে খুশি রাখতেই এই অভিযানে সে অংশ নিয়েছিল।
তিনি বলেন, আমি এই ঘটনা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি খুবই ভয়াবহ ছবিতে আটকে গেছি। ব্যক্তিগতভাবে যখন আমি তাদের কথা চিন্তা করছি তখন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
গত রোববার (১৮ জুন) নিউ-ফাউন্ড-ল্যান্ডের কাছেই সমুদ্রে ডুব দেয় সাবমেরিনটি। মূলত আলোচিত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা। কিন্তু পৌনে দুই ঘণ্টার ব্যবধানে ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: টাইটানিক অভিযানে গিয়ে নিখোঁজ ৫ পর্যটক আসলে কারা?
ইউএইচ/

