Site icon Jamuna Television

ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

পোস্টার, টিজার, গান মুক্তি ও ফেসবুক লাইভে প্রচারণার পর জানা গেলো আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে না দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কিছু কাজ বাকি থাকায় আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’।

‘অন্তর্জাল’ মুক্তি না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। মিম জানান, ২১ জুন রাতে ‘অন্তর্জাল’ টিম থেকে মেসেজ পেয়েছি যে ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমার একটি গানের শুটিং এখনও বাকি আছে। যার শুটিং হবে ঈদের আগে অথবা ঈদের পরপরই। আর, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে বলেও জানান মিম।

এছাড়া, ‘অন্তর্জাল’ এর মুক্তি প্রসঙ্গে এখনও পরিষ্কার কিছু বলেননি নির্মাতা দীপংকর দীপনও। ‘অন্তর্জাল’ এর পোস্ট প্রোডাকশনের কাজে বর্তমানে কলকাতায় আছেন তিনি। পরে ছবি প্রসঙ্গে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন এ নির্মাতা।

প্রসঙ্গত, দীপংকর দীপনের পরিচালনায় ২ বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তিন টেক ফ্রিক তরুণের উদ্ভাবন আর সাইবার অ্যাটাক নিয়ে কল্পিত এক দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এ অন্তর্জালে। ‘অন্তর্জাল’ এর কাহিনী লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন নিজেই।

আর, ‘অন্তর্জাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসানসহ আরও অনেকে।

/এসএইচ

Exit mobile version