Site icon Jamuna Television

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দামে ‘আগুন’

ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির অভিষেক ম্যাচে প্রভাব পড়েছে টিকিটের মূল্যে। এরই মধ্যে টিকিটের বাজারে লেগেছে আগুন! মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম টপকে গেছে ১০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা।

আগামী ২১ জুলাই ডিভিআর পিএনকে স্টেডিয়ামে লিগস কাপে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) পূর্বাঞ্চলীয় পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ইন্টার মায়ামি। হেরেছে টানা ৬ ম্যাচ। এমন পারফরম্যান্সের পরও মায়ামিকে নিয়ে এতো আগ্রহের কারণ যে মেসি, তা না বললেও চলে। মেসি এখনো মায়ামির সঙ্গে চুক্তিপত্রে সই করেননি। সেটা আগামী ৫ জুলাই হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন।

জুন শেষ হওয়ার মধ্য দিয়ে মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদও শেষ হবে। ফ্রেঞ্চ লিগ আঁ শেষেই মায়ামিতে যোগ দেয়ার ঘোষণা করেন মেসি। মেসি মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পরপরই দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে ‘বিদ্যুৎ’ গতিতে।

ইউএইচ/

Exit mobile version