Site icon Jamuna Television

রংপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর বক্তিয়ারপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় লিটন (২৩) ও হুমায়ুন (৩২) নামে দুই নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করেছেন। 

শুক্রবার (২৩ জুন) দুপুর সাড়ে বারোটায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

এ প্রসঙ্গে হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, রংপুর মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুরে এনামুল হকের বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন লিটন ও হুমায়ুন নামের দুই শ্রমিক। কাজ করতে নামার পর সেখানে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তারা মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় সেপটিক ট্যাংক থেকে দুই নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শীঘ্রই তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন সেপটিক ট্যাংকটি ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় সেগুলো শেষ করতেই নেমেছিলেন শ্রমিকরা। কিন্তু, দুঃখজনকভাবে দুর্ঘটনায় মারা গেছেন তারা।

/এসএইচ

Exit mobile version