Site icon Jamuna Television

রাজধানী থেকে সিরিজ বোমা হামলার আসামি গ্রেফতার

আটককৃত তুহিন রেজা।

আলোচিত সিরিজ বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ‘তুহিন রেজা’ নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত তুহিন রেজা একটি বেসরকারি টিভি চ্যানেলে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিল বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (২২ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ

জানা গেছে, গ্রেফতারকৃত তুহিন রেজা ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ঝিনাইদহ আদালত চত্বরের বোমা হামলায় সক্রিয় অংশগ্রহণ ছিলো তার। তবে, সিরিজ বোমা হামলার পর কোনো জঙ্গি সংগঠনের সাথে তুহিন রেজার সম্পর্ক ছিলো না বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, বোমা হামলার পর ঢাকায় পলাতক ছিল তুহিন। যাত্রাবাড়ী, খিলগাঁও, উত্তরা, মহাখালীর পর সবশেষ তেজগাও এলাকায় থাকতো সে। ভিডিও এডিটিং শিখে দুটি বেসরকারি টেলিভিশনে ৮ বছর চাকরি করেছে তুহিন।

/এসএইচ

Exit mobile version