পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।
রাষ্ট্রপতির সাথে তার পরিবারের সদস্যরাও হজ পালন করবেন। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর কথা। মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা মোহাম্মদ সাহাবুদ্দিনকে স্বাগত জানাবেন।
সৌদি পৌঁছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতি ১ জুলাই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন।
ইউএইচ/

