Site icon Jamuna Television

কার্জন হলের বাউন্ডারি ওয়ালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাউন্ডারি ওয়ালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া রুবেল (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভবঘুরে ও মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাত ২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে রাত ২টার দিকে কার্জন হলের উত্তর পাশের বাউন্ডারি ওয়ালের বাইরে রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশপাশের লোকজন এবং তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা গেছে, রুবেল ভবঘুরে প্রকৃতির এবং মানসিক সমস্যা রয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, আনন্দবাজারে এলাকায় থাকতেন রুবেল। তার বাবার নাম মৃত রঙ্গিলা। রুবেলের বাবা মা কেউ বেঁচে নেই। তিনি বিবাহিত হলেও স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই।

/এম ই

Exit mobile version