Site icon Jamuna Television

ফ্রান্সের নাইটহুড সম্মাননা পেলেন বাংলাদেশি অধ্যাপক

খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফ্রান্সের শেভালিয়র দু লর্দরা দু মেরিত বা নাইটহুড অব দ্য অর্ডার অব মেরিট সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। ফরাসি প্রেসিডেন্টের পক্ষে তাকে ব্যাজ পরিয়ে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, ইস্টার্ন ইউনিভার্সিটির ‍উপাচার্য অধ্যাপক শহীদ আকতারও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে ঢাকার গুলশানে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা দিয়ে পদক পরিয়ে দেয়া হয়।

শুক্রবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) সঙ্গে অংশদীরত্বে অধ্যাপক মোস্তাফিজের গবেষণাকর্ম বাংলাদেশের শস্য উৎপাদন বাড়াতে অবদান রেখেছে। জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করেছেন তিনি।

এ সম্মাননা শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মত বিষয়ে দুদেশের বন্ধন আরও জোরালো করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সম্মাননা তুলে দিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসজেড/

Exit mobile version