Site icon Jamuna Television

জয়পুরহাটে ৮২ কেজি ওজনের খাসির দাম ৮০ হাজার!


জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে ৮২ কেজি ওজনের এক খাশির দাম হাঁকা হচ্ছে ৮০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, অত্র এলাকায় এটিই সব থেকে বড় খাসি।

গত বুধবার (২১ জুন) আক্কেলপুর কলেজ মাঠে কোরবানির পশুর হাটে খাসিটি তোলা হয়। ভারতের তোতাপুরি জাতের খাসিটির ওজন ৮২ কেজি বলে দাবি করছেন মালিক আব্দুল মোমিন। তিনি এর দাম হাঁকাচ্ছেন ৮০ হাজার টাকা। উৎসুক লোকজন খাসিটি দেখতে হাটে ভিড় করেছেন।

খাসির মালিক আব্দুল মোমিন জানান, তিনি দুই বছর আগে নাটোরের তেমারিয়া হাট থেকে নয় হাজার পাঁচ শত টাকায় খাসিটি কিনেছিলেন। তিনি খাসিটিকে সন্তানের মতো লালন পালন করেছেন।

দর্শনার্থীরা বলেন, হাটে এসে ৮২ কেজি ওজনের বড় খাসিটি দেখে ভালো লাগল। মালিক দাম চাচ্ছেন ৮০ হাজার টাকা। ৬৫ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে।

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম রাসেল জানান, এ বছর আক্কেলপুরে ৪৯ হাজার ৫৮২টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এই খাসিটি সব থেকে বেশি ওজনের এবং ওজন অনুযায়ী মালিক খাশির দাম কম চেয়েছেন বলে তিনি জানান।

এএম/এটিএম

Exit mobile version