Site icon Jamuna Television

‘ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের জন্য কাজ করতে হবে’

ক্ষমতা ভোগের নয়, রাজনৈতিক নেতা হিসেবে মানুষের জন্য কাজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জনগণের সেবা করার জন্যই ক্ষমতা, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও আই ক্যাম্প করে চিকিৎসা দেয়া হবে। দরিদ্ররা যাতে বিশেষজ্ঞ চিকিৎসা নিতে পারে তারও ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের জন্য আলাদা ফান্ড করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যার মাধ্যমে হতদরিদ্রদের বিনাপয়সায় চিকিৎসা দেয়া হবে।

Exit mobile version