Site icon Jamuna Television

রূপগঞ্জের চনপাড়া বস্তিতে ২ পক্ষের গুলি বর্ষণ, দুইজন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। শুক্রবার (২৩ জুন) দুপুরে বস্তির ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 

রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) তন্ময় মন্ডল জানান, দীর্ঘদিন ধরে চনপাড়ার জয়নাল গ্রুপের সাথে রায়হান গ্রুপের মধ্যে এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। শুক্রবার রায়হান কয়েকজনকে সাথে নিয়ে জয়নালের এলাকার মধ্যে ঢুকে পড়ে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একপক্ষ আরেকপক্ষকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয় আজাহারের ছেলে মাসুদ (২১) ও বাদলের ছেলে বাবুল (২৫)। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ মাসুদ ও বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

/এএম/এটিএম

Exit mobile version